Wednesday, October 10, 2018

গুগল পিক্সেল থ্রি



গুগল এর নতুন ফোন গুগল পিক্সেল বাজারে ছাড়তে যাচ্ছে গুগল পিক্সেল।কৃত্রিম বুদ্ধি সম্পূর্ণ আর ক্যামেরা এর নতুন চমক। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পিক্সেল থ্রী সহ নতুন কিছু ফোন এর ঘোষনা দিয়েছেন গুগল।  গুগল দাবি করছে তারা গুগল পিক্সেলথ্রী তে তারা পৃথিবীর সেরা ক্যামেরা ব্যাবহার করেছেন। তাদের একটি মাত্র ক্যামেরা থাকলেও অন্যান্য ডুয়াল ক্যামেরা থেকে অনেক ভালো পারফরমেন্স দিবে এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্রের এর প্রতিষ্ঠানটি । ২০১৬ সাল থেকে শুরু হওয়া গুগল এর তৃতীয় সংস্করণ এই পিক্সেল থ্রী। পিক্সেল থ্রী তে থাকছে সুপের জুম প্রযুক্তি যা অতিরিক্ত জুম করলেও ছবির রেসুলেসন ঠিকই থাকবে। রাতের ছবি তোলার জন্য থাকছে বিশেষ ফিচার। সেলফি তোলা যাবে সেলফি স্টিক ছারাই। থাকছে ইচ্ছা মত ছবি সংরক্ষণের ব্যবস্থাও । আরেকটি স্পেসাল ফিচার হল কলের মাধ্যমে যা বলা হবে তা টেক্সট আকারেও শো হবে। ৫.৫ আর ৬.৩ এই দুই সাইজের দুটি ফোন পাওয়া যাবে বাজারে, তার জন্য গুনতে হবে ৭৯৯ ও ৮৯৯ ডলার। সঙ্গে তার বিহীন চার্জার এর জন্য গুনতে হবে ৭৯ ডলার করে। যুক্তরাষ্ট্রে এখনি পাওয়া যাচ্ছে , অন্যান্য দেশে পাওয়া যাবে নভেম্বের থেকে।

1 comment: