Sunday, November 11, 2018

স্মার্টফোনের জন্য ৫ টি সেরা অ্যাপ



বর্তমানে আমরা প্রায় সকলেই স্মার্টফোন ব্যাবহার করে থাকি। স্মার্টফোন আমাদের জীবনকে অনেক গতিশীল করে আসছে। কিন্তু আমরা অনেকেই এটার সঠিক ব্যাবহার করতে পারি না। স্মার্টফোন এর সঠিক ব্যাবহার যানার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনকে অনেকটাই বদলে ফেলতে পারি। আজকে আমি আপনাদেরকে স্মার্টফোন এর ৫ টি সেরা অ্যাপ সম্পর্কে বলব।

ইংলিশ-বাংলা অভিদানঃ আমাদের অনেক সময় বাংলা শব্দকে ইংরেজিতে রূপান্তর করতে। সঠিক ইংরেজি জ্ঞান না থাকার জন্য DOWNLOAD
অনেকেই এটা পারে না, কিন্তু এই অ্যাপ এর মাধ্যমে আপনি বাংলা শব্দ সার্চ দিলেই সেটার ইংরেজি শব্দ চলে আসবে।


পিক্সারট ফটো স্টুডিওঃ এটা হচ্ছে একটি ফটো এডিটিং অ্যাপ। আমরা প্রত্যেকেই চাই স্পেশাল মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দি করতে। কিন্তু প্রব্লেম হচ্ছে আমাদের ফোন দিয়ে যদি কোনো ফটো তুলি ওটা অতটা এক্ট্রাক্টিভ হবে না, স্পেশাল মুহূর্তের ছবি গুলকে এক্ট্রাক্টিভ করতে পিক্সারট ব্যাবহার করা হয়।DOWNLOAD


পাঠাওঃ পাঠাও হচ্ছে একটি বাইক রাইড শেয়ারিং অ্যাপ। ঢাকা শহরে অনেক যানজট এর কারনে আমাদের কর্মস্থলে অথবা জরুরী কোনো কাজে যেতে বিলম্ব হতে পারে। কিন্তু চিন্তার কোনো কারন নেই আজ থেকে প্লে স্টোর থেকে পাঠাও অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। DOWNLOAD

উবারঃ উবার হচ্ছে একটি কার রাইড শেয়ারিং অ্যাপ। পাঠাও এর মত উবারও আপনাকে একই সুযোগ দিচ্ছে। উবার এর মাধ্যমে আপনি গাড়ি হায়ার করতে পারবেন যার জন্য আপনাকে নির্দিষ্ট ভাড়া দিতে হবে।DOWNLOAD

এম এক্স প্লেয়ার ঃ এম এক্স প্লেয়ার হচ্ছে একটি মিউজিক প্লায়িং অ্যাপ। আপনারা যারা গান শুনতে এবং মুভি দেখতে পছন্দ করেন এই অ্যাপ টি তাদের জন্য। সাধারনত মোবাইল এর সাথে দেওয়া প্লেয়ার এর থেকে এম এক্স প্লেয়ার এ অনেক বেশি ফিচার রয়েছে।DOWNLOAD






0 comments: