Sunday, November 11, 2018

ইউটিউবে ইনকাম কিভাবে হয়?

বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং স্থান হলো ইউটিউব। বাংলাদেশের অনেক মানুষ ইনকাম করার জন্য ইউটিউবকেই বেছে নেয়। কিন্তু তারা জানে না যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম হয়। এটা না জানার জন্য বেশির ভাব মানুষ ইউটিউব থেকে ব্যার্থ হয়ে ফিরে যায়, এবং হতাশ হয়ে পরে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। 


কোনো কিছু কপি না করাঃ
ইউটিউবিং করতে হলে সবার প্রথমে যা মাথায় রাখতে হবে তা হলো অন্যের কন্টেন্ট কপি না করা। নিজে নিজে কন্টেন্ট বানিয়ে তা আপলোড করতে হবে। যদি আপনি অন্যের কন্টেন্ট কপি করে ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার চ্যানেল সাস্পেন্ড পর্যন্ত হতে পারে। সুতরাং অন্যের কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন।

নিয়মিত ভিডিও আপলোড করাঃ ইউটিউবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত ভিডিও আপলোড করা। প্রথম দিকে আপনাকে প্রতিদিন ৫ টি করে ভিডিও আপলোড দিতে হবে। কিন্তু যখন চ্যানেল মোটামুটি রাঙ্ক করবে তখন দিনে ১/২ টি করেও দিলে হবে।

মানসম্মত ভিডিও উপহার দেওয়াঃ নিয়মত ভিডিও আপলোড দিলেই হবে না আপনার ভিডিও টি হতে হবে ইউনিক। আগে ইউটিউবে আপলোড হয়েছে এমন কোনো ভিডিও যদি আপনি আবার আপলোড করেন, তাহলে মানুষ কেনো আপনার ভিডিও দেখবে? সুতরাং আপনার ভিডিও ইউনিক হতে হবে।

গুগল অ্যাডসেন্সঃ গুগল অ্যাডসেন্স এমন একটি বস্তু যা সবাই পেতে চায়। গুগল অ্যাডসেন্স সাধারনত ইনকামের অপর নাম। মনিটাইজেশন করার মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য কিছু নিয়ম মানতে হবে, 
নিয়ম গুলো হলোঃ
১) ১০,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
২) ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, মানে আপনার ভিডিও গুলো মানুষ যেন ৪,০০০ ঘণ্টা দেখে।

এভাবেই আপনিও পারেন ইউটিউব থেকে ইনকাম করতে।

1 comment:

  1. Notifications can be turned off anytime from browser settings.

    ReplyDelete