Wednesday, October 10, 2018

রাজ্যবিহীন রাজা (মেসি)


আর্জেন্টিনা জার্সিতে প্রথম ম্যাচ মাঠে ৪০ সেকেন্ড রেড কার্ড এ মেসির বিদায় ওটাই আন্তর্জাতিক ফুটবল এ মেসির একমাত্র লাল কার্ড, শেখার শুরু টাও সেখাইয়েই। কে'নানের গানের মতই সময় আর বয়স লিওনেল মেসিকে আরও পরিবর্তন করেছে, মুশকিল হল তিনি যতটাই এগিয়েছেন সম্ভবত ততটাই পিছিয়েছে আর্জেন্টিনা। তিনটা কোপা একটা বিশ্বকাপ আক্ষেপের গল্পটা বদলায়নি, কেন এই ব্যর্থতা।এক কথায় চাপের সময় ভেঙ্গে পরা এবং মেসির উপর অতি নির্ভরশীলতাই আর্জেন্টিনার ব্যর্থতা্র কারন, কান্নাতেও যেন মেসিকেই নেতৃত্ব দিতে হবে। গত ৫ বছরে স্কাই হোয়াইট রা কখনো টিম হয়ে খেলতেই পারেনি দেশ, দল, টিম কোচ , কিংবা ভক্ত সবাই মেসির ওপরেই ভরসা করেছেন চাপ বাড়িয়েছেন, হিমালয়য়ের সমান প্রত্যাশার ভার একটু একটু করে পিষে মেরেছেন মেসির ভিতরের মেসিকে একসময় নিঃশেষ হয়ে বিদায়। ক্যারিয়ারে বড় কোনো ট্রফি নাই তাতে কি বা আসে যায় পুস্কাস,ইউসেবিও কিংবা সক্রেটিস কেউই তো বড় কোনো ট্রফি যেতে নি তাহলে  তো ওদের গ্রেট হওয়াটাও আটকায়নি, তাহলে মেসির গ্রেটনেস কেন ট্রফির মানদণ্ডে বাধতে হবে? ফুটবল সৌন্দর্যের অনিন্দ্য রূপকথার রাজকুমার লিওনেল মেসি। বিউটিফুল গেমের পতাকা তো মেসির জন্যই মাথা নত করে শ্রদ্ধায়, ভালবাসায়। তাইতো মেসিদের বিদায় নয় ধন্যবাদ যানাতে হয়।

0 comments: