Sunday, November 11, 2018

ইউটিউবে ইনকাম কিভাবে হয়?

বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং স্থান হলো ইউটিউব। বাংলাদেশের অনেক মানুষ ইনকাম করার জন্য ইউটিউবকেই বেছে নেয়। কিন্তু তারা জানে না যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম হয়। এটা না জানার জন্য বেশির ভাব মানুষ ইউটিউব থেকে ব্যার্থ হয়ে ফিরে যায়, এবং হতাশ হয়ে পরে। আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। 


কোনো কিছু কপি না করাঃ
ইউটিউবিং করতে হলে সবার প্রথমে যা মাথায় রাখতে হবে তা হলো অন্যের কন্টেন্ট কপি না করা। নিজে নিজে কন্টেন্ট বানিয়ে তা আপলোড করতে হবে। যদি আপনি অন্যের কন্টেন্ট কপি করে ইউটিউবে আপলোড করেন তাহলে আপনার চ্যানেল সাস্পেন্ড পর্যন্ত হতে পারে। সুতরাং অন্যের কন্টেন্ট কপি করা থেকে বিরত থাকুন।

নিয়মিত ভিডিও আপলোড করাঃ ইউটিউবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত ভিডিও আপলোড করা। প্রথম দিকে আপনাকে প্রতিদিন ৫ টি করে ভিডিও আপলোড দিতে হবে। কিন্তু যখন চ্যানেল মোটামুটি রাঙ্ক করবে তখন দিনে ১/২ টি করেও দিলে হবে।

মানসম্মত ভিডিও উপহার দেওয়াঃ নিয়মত ভিডিও আপলোড দিলেই হবে না আপনার ভিডিও টি হতে হবে ইউনিক। আগে ইউটিউবে আপলোড হয়েছে এমন কোনো ভিডিও যদি আপনি আবার আপলোড করেন, তাহলে মানুষ কেনো আপনার ভিডিও দেখবে? সুতরাং আপনার ভিডিও ইউনিক হতে হবে।

গুগল অ্যাডসেন্সঃ গুগল অ্যাডসেন্স এমন একটি বস্তু যা সবাই পেতে চায়। গুগল অ্যাডসেন্স সাধারনত ইনকামের অপর নাম। মনিটাইজেশন করার মাধ্যমে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিন্তু তার জন্য কিছু নিয়ম মানতে হবে, 
নিয়ম গুলো হলোঃ
১) ১০,০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
২) ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, মানে আপনার ভিডিও গুলো মানুষ যেন ৪,০০০ ঘণ্টা দেখে।

এভাবেই আপনিও পারেন ইউটিউব থেকে ইনকাম করতে।

স্মার্টফোনের জন্য ৫ টি সেরা অ্যাপ



বর্তমানে আমরা প্রায় সকলেই স্মার্টফোন ব্যাবহার করে থাকি। স্মার্টফোন আমাদের জীবনকে অনেক গতিশীল করে আসছে। কিন্তু আমরা অনেকেই এটার সঠিক ব্যাবহার করতে পারি না। স্মার্টফোন এর সঠিক ব্যাবহার যানার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনকে অনেকটাই বদলে ফেলতে পারি। আজকে আমি আপনাদেরকে স্মার্টফোন এর ৫ টি সেরা অ্যাপ সম্পর্কে বলব।

ইংলিশ-বাংলা অভিদানঃ আমাদের অনেক সময় বাংলা শব্দকে ইংরেজিতে রূপান্তর করতে। সঠিক ইংরেজি জ্ঞান না থাকার জন্য DOWNLOAD
অনেকেই এটা পারে না, কিন্তু এই অ্যাপ এর মাধ্যমে আপনি বাংলা শব্দ সার্চ দিলেই সেটার ইংরেজি শব্দ চলে আসবে।


পিক্সারট ফটো স্টুডিওঃ এটা হচ্ছে একটি ফটো এডিটিং অ্যাপ। আমরা প্রত্যেকেই চাই স্পেশাল মুহূর্ত গুলোকে ক্যামেরা বন্দি করতে। কিন্তু প্রব্লেম হচ্ছে আমাদের ফোন দিয়ে যদি কোনো ফটো তুলি ওটা অতটা এক্ট্রাক্টিভ হবে না, স্পেশাল মুহূর্তের ছবি গুলকে এক্ট্রাক্টিভ করতে পিক্সারট ব্যাবহার করা হয়।DOWNLOAD


পাঠাওঃ পাঠাও হচ্ছে একটি বাইক রাইড শেয়ারিং অ্যাপ। ঢাকা শহরে অনেক যানজট এর কারনে আমাদের কর্মস্থলে অথবা জরুরী কোনো কাজে যেতে বিলম্ব হতে পারে। কিন্তু চিন্তার কোনো কারন নেই আজ থেকে প্লে স্টোর থেকে পাঠাও অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। DOWNLOAD

উবারঃ উবার হচ্ছে একটি কার রাইড শেয়ারিং অ্যাপ। পাঠাও এর মত উবারও আপনাকে একই সুযোগ দিচ্ছে। উবার এর মাধ্যমে আপনি গাড়ি হায়ার করতে পারবেন যার জন্য আপনাকে নির্দিষ্ট ভাড়া দিতে হবে।DOWNLOAD

এম এক্স প্লেয়ার ঃ এম এক্স প্লেয়ার হচ্ছে একটি মিউজিক প্লায়িং অ্যাপ। আপনারা যারা গান শুনতে এবং মুভি দেখতে পছন্দ করেন এই অ্যাপ টি তাদের জন্য। সাধারনত মোবাইল এর সাথে দেওয়া প্লেয়ার এর থেকে এম এক্স প্লেয়ার এ অনেক বেশি ফিচার রয়েছে।DOWNLOAD